পিকনিক ঘিরে জমজমাট জলপাইগুড়ি তিস্তা স্পার

সংবাদদাতা, জলপাইগুড়ি : জানুয়ারীর প্রথম সপ্তাহের শেষ রবিবাসরীয় পিকনিক ঘিরে জমজমাট জলপাইগুড়ি তিস্তা স্পার । এদিন আট থেকে আশি সকলেই পিকনিকের আনন্দে মেতে উঠলেন। পিকনিকে আসা সেনপাড়ার বাসিন্দা সুপর্ণা কর বলেন, গত দুই বছর করোনা পরিস্থিতি থাকায় ঘরবন্দি ছিলেন। এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় পরিবার ও আত্মীয় পরিজনদের নিয়ে তিস্তা স্পারে এসেছেন। সবাই একসঙ্গে আড্ডা হুইহুল্লোড় করে দিনটি উপভোগ করছেন।

পিকনিক করতে আসা অরবিন্দনগর এলাকার বাসিন্দা অনুপ রায় বলেন এখানকার পরিবেশ খুবই সুন্দর। সব সময় এখানে বেড়াতে আসেন। সবাই মিলে খুবই আনন্দ উপভোগ করছেন। বেশী দূরে না গিয়ে ছোটদের নিয়ে এখানেই এসেছেন পিকনিক করতে।

পাশাপাশি এদিন তিস্তা স্পারের পিকনিক স্পটে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী করা হয় জলপাইগুড়ি সদর ও হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে । এদিন সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার বার্তা তুলে ধরা হয় পিকনিকে আসা সাধারণ মানুষের কাছে। পিকনিকে যাতায়াতের ক্ষেত্রে কিভাবে যানবাহন চালান উচিত, সেই বিষয়ে সচেতন করা হয় মাইকিং এর মাধ্যমে। পাশাপাশি ট্রাফিকের সমস্ত নিয়ম মানারও আবেদন করা হয়। উপস্থিত ছিলেন হাইওয়ে ট্রাফিক ওসি সুজিত মিত্র, সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *