কুয়াশা ও ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়ি জেলাবাসী

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জানুয়ারি’২৪ : কথায় আছে মাঘের হাড় কাঁপানো শীতে নাকি বাঘও পালিয়ে যায়।‘মাঘের শীতে বাঘ পালায়’ শীর্ষক এই প্রবচনটি যদি বাস্তবে প্রকাশ পায়, তবে মানুষের কী দুর্বিষহ অবস্থা হবে, সেটা সহজেই অনুমেয়। আজ শনিবার, মাঘ মাসের ৫ তারিখ। জলপাইগুড়িতে শনিবার সকালেও কুয়াশার দাপট দেখা গেল। সঙ্গে হার কাঁপানো ঠান্ডা।

সব মিলিয়ে জেলা জুড়ে একই পরিস্থিতি। কুয়াশার দাপটের কারণে যান চলাচলে অনেকটাই অসুবিধার সম্মুখীন চালকেরা। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা গেছে গাড়ির চালকদের। মাঘের এই ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। বিশেষ করে বয়স্ক ও শিশুরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও ঠান্ডার দাপটও কমেনি।

Jubuthubu Jalpaiguri district residents in fog and cold

মাঘের  শীতের  অস্বাভাবিক  এই  দাপট থাকলে আপামর মানুষের ভোগান্তির শেষ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *