জুটমিলে থ্রেট কালচারের অভিযোগ, ত্রিপাক্ষিক চুক্তি লাগু করার দাবি সিটুর

কলকাতা : বন্ধ জুটমিল খোলা, ত্রিপাক্ষিক চুক্তি লাগু-সহ একাধিক দাবিতে ধর্ণা কর্মসূচি শুরু করেছে ২১টি শ্রমিক সংগঠন। প্রতিটি জুটমিলের গেটে গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ধর্ণা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। শনিবার ভাটপাড়া রিলায়েন্স জুটমিল গেটের ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে সিটুর উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জুটমিলগুলিতে থ্রেট কালচার চালানোর অভিযোগ তুললেন।

গার্গীর অভিযোগ, শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মালিক পক্ষের সঙ্গে হাত মিলিয়ে শ্রমিকদের ভয় দেখানোর চেষ্টা করছে। শ্রমিকরা যদি তাঁদের বকেয়া পাওনার দাবি করেন, তাঁদের গেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে।

Jutmill's threat culture allegation situr

গার্গী চট্টোপাধ্যায় জুটমিলগুলি অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “ত্রিপাক্ষিক চুক্তি দ্রুত কার্যকর করতে হবে, শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, এই দাবি মানা না হলে সিটুর পক্ষ থেকে কলকাতার রাজপথ অবরুদ্ধ করা হবে।

শ্রমিকদের কাজের পরিস্থিতি এবং বকেয়া পাওনার সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের দাবি না মেটানো পর্যন্ত তাঁদের আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *