দুঃস্থ ছাত্র-ছাত্রীদের ফ্রিতে টিউশন পড়াচ্ছেন কাইরুল মাস্টার (ভিডিও সহ)

জলপাইগুড়ি : ইচ্ছে শক্তি থাকলে মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষকে সহায়তা করতে মানুষের পাশে দাঁড়াতে দরকার সদিচ্ছার। এরকমই এক সমাজসেবী দীর্ঘ তিন বছর ধরে বিনা পারিশ্রমিকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের টিউশন পড়াচ্ছেন। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝাড়মাঝগ্রাম দীঘলটারির কাইরুল মাস্টার বিগত তিন বছর থেকে নিজের উদ্যোগে বিনা পয়সায় এলাকার দুঃস্থ পড়ুয়াদের টিউশন পড়াচ্ছেন।

গ্রামের দুঃস্থ পরিবারের পড়ুয়াদের পড়াশুনার ব্যাঘাত যাতে না ঘটে এবং গ্রাম বাংলার ছাত্র-ছাত্রীরা যাতে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে বিনামূল্যে টিউশন পড়িয়ে ছাত্র-ছাত্রীদের মেধাবী করে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য বলে তিনি জানালেন। পাশাপাশি নিজের আর্থিক সহায়তায় সামান্য পারিশ্রমিকে তিনজন দিদিমণি রেখেছেন পড়ুয়াদের পাঠদানের জন্য। বর্তমানে তিনি সেই সকল দিদিমণিদের সামান্য সাম্মানিক দিতে অপারগ হওয়ায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।

তার এই শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানে যাতে কোন ব্যাঘাত না ঘটে পড়ুয়াদের সেই জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন। স্থানীয় বাসিন্দা আবু হাসনাত আব্দুর রাজ্জাকরা জানালেন দীর্ঘ তিন বছর ধরে ফ্রিতে তিনি ছাত্র-ছাত্রীদের সকালবেলা টিউশন পড়ান, এহেন মহান উদ্যোগকে এলাকাবাসীরা সকলে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *