জলপাইগুড়িতে শুরু খাদি মেলা, উদ্বোধনী মঞ্চে রাজ্য সঙ্গীত বিভ্রাটে চমক

জলপাইগুড়ি : স্বদেশী শিল্পের প্রসার ও বিকাশের উদ্দেশ্যে জলপাইগুড়িতে শুরু হল জোনাল লেভেল খাদি মেলা। সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় উত্তরবঙ্গের পাঁচটি জেলার শিল্পীরা তাঁদের হাতে তৈরি খাদি সামগ্রী ও হস্তশিল্পের পসরা সাজিয়েছেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প (MSME) ও বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিন মেলা উদ্বোধনের কর্মসূচিতে রাজ্য সঙ্গীত নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠল। “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান” এতটুকু ঠিকই ছিল তারপর শুরু হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। গানের সুর বদল হতেই মঞ্চে থাকা মন্ত্রী থেকে সকলেই হতবাক হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত গান বন্ধ করে মঞ্চের সঞ্চালিকা নিজেই মাইক্রোফোন হাতে রাজ্য সঙ্গীত সম্পূর্ণ করেন।

“শুধু খাদি তৈরি করলেই হবে না, এর বাজার তৈরিও জরুরি। মেলার মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি,” বলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

প্রায় ১০০টি স্টলে খাদি পোশাক, হস্তশিল্প, কাঠ ও মাটির সামগ্রী, সঙ্গে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবারের স্টলও রয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা, যেখানে স্থানীয় শিল্পীরা সরাসরি তাঁদের পণ্য বিক্রির সুযোগ পাবেন।

এই মেলার মাধ্যমে একদিকে যেমন রাজ্যের ঐতিহ্যবাহী খাদি শিল্পের প্রচার করা হচ্ছে, তেমনই স্বনির্ভর শিল্পীদের জন্যও এটি এক বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *