জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে হকারদের উপর পুলিশী হামলার বিরুদ্ধে এবং গ্রেপ্তার হওয়া হকারদের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ বামপন্থী ছাত্র যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সদস্যদের। অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই শুক্রবার দিন জলপাইগুড়ি শহরে হকার উচ্ছেদ করা হয়েছে। এখনও বেশ কয়েকজন হকারকে গ্রেপ্তার করে রাখা হয়েছে।

অবিলম্বে তাদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তারা। এ প্রসঙ্গে বামপন্থী ছাত্র নেতা দেবরাজ বর্মন বলেন, গরীব মানুষের রুটিরুজির উপর এভাবে প্রশাসনের নির্মম হামলাকে আমরা ধিক্কার জানাই। আমাদের দাবি হল, হকারদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে আগে তাদের সঠিক পুর্নবাসন দিয়ে তারপর উচ্ছেদ করতে হবে। পুর্নবাসন ছাড়া কোন উচ্ছেদ চলবে না এবং অবিলম্বে যারা গ্রেপ্তার হয়ে আছেন তাদের মুক্তি দিতে হবে।