সংবাদদাতা, ধুপগুড়ি, ৪ জানুয়ারি’২৪ : ৩১ শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে বিধানসভা উপ নির্বাচনের প্রচারে এসে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ধুপগুড়ি মহকুমার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর ধুপগুড়িতে উল্লাস দেখা গিয়েছিল। কিন্তু ৩১ ডিসেম্বর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি মতো এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই হতাশ ধূপগুড়িবাসী। সেজন্য বুধবার ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বাড়ীর সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানালেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা।

যদিও প্রতিবাদ চলাকালীন বিধায়ক এদিন বাড়িতে উপস্থিত ছিলেন না। বিধায়কের বাড়ির সামনে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। এদিন ধূপগুড়ি নেতাজিপাড়া থেকে মৌন মিছিল করে বিধায়কের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থেকে মৌন প্রতিবাদ জানান।

নাগরিক মঞ্চের সদস্যদের অভিযোগ, ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট পার করেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার। খুব দ্রুত মহকুমার নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলন; প্রয়োজনে অনশন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক মঞ্চের সদস্যরা।