নিম্নমানের রাস্তা : প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর : দ্রুত রাস্তা সঠিকভাবে তৈরি করা, বাকি রাস্তার কাজ শেষ করার দাবি তুলে বুধবার স্থানীয়রা একজোট হয়ে প্রতীকী অবরোধে সামিল হলেন। জলপাইগুড়ি শহর লাগোয়া মৌলবী পাড়ার ঘটনা। প্রায় ঘণ্টা খানেক চলে বিক্ষোভ ও রাস্তা অবরোধ। উল্লেখ্য জলপাইগুড়ি শহরের পিলখানা কলোনি সংলগ্ন গণ্ডার মোড় থেকে ফান্ডাইতপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তা। জেলা পরিষদের টেন্ডারে কাজে বরাত পায় এক ঠিকাদার সংস্থা৷ প্রায় ২৬ লক্ষ টাকার কাজ ৷ ২৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে সেই টেন্ডার বোর্ড টাঙানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাঁচ কিমি রাস্তা এখনো হয়নি। মাত্র দুই কিমি রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু কাজের মান এতটাই নিম্ন মানের গরু ছাগল রাস্তা দিয়ে যাতায়াত করলে পায়ের ছাপ বসে যাচ্ছে। যে পরিমান বালি পাথর ও পিচ দেওয়ার কথা ছিল কোনটাই মানা হয়নি রাস্তা তৈরির ক্ষেত্রে। কিছু জায়গায় পিচের চাঁদর উঠে পাথর বের হয়ে গিয়েছে। নিম্ন মানের রাস্তা তৈরি করার অভিযোগ তুলে এদিন আন্দোলনে নামেন এলাকাবাসী। সঠিকভাবে দ্রুত রাস্তা তৈরি করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকার বাসিন্দারা বলে জানিয়েছেন।

Low quality roads: Locals block roads in protest

স্থানীয় বাসিন্দা আনিসূর রহমান বলেন রাস্তা কাজ সঠিকভাবে হয়নি। কাজের মান এতটাই খারাপ হয়েছে এখুনি পাথর উঠে যাচ্ছে। প্রশাসনকে অভিযোগ করা হয়েছে। খড়িয়া ও মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মধ্যে রয়েছে রাস্তাটি। আরও এক বাসিন্দা আদিনূর আহমেদ বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করেন ৷ স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে। রাস্তার কাজ নিম্ন মানের হয়েছে। এই কারণে রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখানো হল। এ নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন,”ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বিষয়টি দেখছেন। গ্রামবাসীরা রাস্তা অবরোধ করছেন৷ ইঞ্জিনিয়ার যাবেন, রাস্তা যেখানে খারাপ হয়েছে সংস্কার করা হবে। আমরা বিষয়টি দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *