জলপাইগুড়ি, ১৭ মে: রাজ্যজুড়ে জেলা স্তরে সংগঠনের রদবদলের ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কোথাও পুরনো নেতৃত্বই জায়গা ধরে রাখলেন, আবার কোথাও এল নতুন মুখ। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসে অবশ্য দলের আস্থা অপরিবর্তিত থেকে গেল পুরনো নেতৃত্বের ওপর—চেয়ারম্যান হিসেবে খগেশ্বর রায় এবং জেলা সভানেত্রী হিসেবে মহুয়া গোপ পুনরায় দায়িত্বে বহাল রইলেন।

এই ঘোষণার পরেই জেলা জুড়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতা ও কর্মীরা মহুয়া গোপের বাড়িতে উপস্থিত হয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
বিশেষ করে ক্রান্তি ব্লক এবং তার অন্তর্গত অঞ্চলগুলির নেতৃবৃন্দ সক্রিয়ভাবে এই আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায়, রাজাডাঙ্গা অঞ্চল সভাপতি মিন্টু রায়, চেংমারী অঞ্চল সভাপতি আব্দুল সামাদ, লাটাগুড়ি অঞ্চল সভাপতি ব্রজেন রায়, মৌলানি অঞ্চল সভাপতি নৃপেন্দ্রনাথ রায়, চাপাডাঙ্গা অঞ্চল সভাপতি ভানু রায়, ব্লক যুব তৃণমূল সভাপতি শাকিল হোসেন, এবং আইএনটিটিইউসি ব্লক সভাপতি পরিশ্রম চিক বড়াইক, সহ একাধিক পঞ্চায়েত প্রধান ও কর্মীবৃন্দ।

মহুয়া গোপ, পুনরায় দায়িত্ব পেয়ে আবেগময় কণ্ঠে বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। পুনরায় এই দায়িত্ব দিয়ে তাঁরা যে আস্থা রেখেছেন, তা বজায় রাখতে আমি সাধারণ মানুষের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “দলীয় কর্মীদের প্রতি আমার আহ্বান, বুথ স্তর থেকেই দলনেত্রীর আদর্শ এবং উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিন। দলকে মজবুত করতে সবাই মিলে এগিয়ে চলুন।”