মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন পানিহাটির পুরপ্রধান; মলয় রায়ের তৃণমূল ছেড়ে দেওয়া উচিত ছিল বললেন অর্জুন সিং

পানিহাটি : মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অবশেষে পদত্যাগ করলেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। পুর আইন অনুযায়ী সোমবার বোর্ড মিটিং ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি, যা সভায় গৃহীত হয়েছে।

পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় রায় জানান, আগামী ২১ মার্চ উপ-পুরপ্রধান সুভাষ চক্রবর্তী এক বিশেষ বৈঠকের আয়োজন করেছেন। সেদিনই নতুন পুরপ্রধান নির্বাচন করা হবে। তিনি আরও বলেন, “অমরাবতী মাঠ বিক্রি হয়নি, পুরমন্ত্রী আমাকে ক্লিনচিট দিয়েছেন। তবে দল চাইলে যে কাউকে সরাতেই পারে।”

এদিকে, মলয় রায়ের পদত্যাগ নিয়ে ফের সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, মলয় রায়কে পুলিশি চাপে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে।

অর্জুন সিংয়ের মন্তব্য, “মলয় রায়ের উচিত ছিল তৃণমূল ছেড়ে দেওয়া। ওনার মেরুদণ্ড বাঁকা।” পাশাপাশি, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকেও আক্রমণ করেন তিনি। তার অভিযোগ, “তৃণমূল কাউন্সিলর অনুপম দও খুনের মামলায় নির্মল ঘোষের জামাইকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। না হলে তিনিও বিদ্রোহ করতেন।”

এই পুরো পরিস্থিতিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিহাটির নতুন পুরপ্রধান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২১ মার্চের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *