তিস্তা বুড়ির পুজোর মধ্যে দিয়ে শুরু হলো ২৪তম মেচেনি মেলার

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ মে ২০২২ : নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সাইন্স রিসার্চ এর উদ্দ্যেগে তিস্তা বুড়ির পুজোর মধ্যে দিয়ে শুরু হলো ২৪তম মেচেনি মেলার।

শনিবার জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী দীঘির পাড়ে পৌরাণিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এই মেলা। ফিতে কেটে মেলার উধবোধন করেন জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ তথা রাজবংশী ভাষা একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক বিজয় চন্দ্র বর্মন এই প্রসঙ্গে তিনি জানান, “এই লোকাচার ঠিক কবে থেকে পালিত হয়ে আসছে তা বলা সম্ভব না হলেও উত্তরবঙ্গের বিশেষ করে তিস্তা নদীর দু প্রান্তে বসবাসকারীদের মধ্যে এই লোকাচার বহু সময় থেকে পালিত হয়ে আসছে। মূলত তিস্তা বুড়ি রূপে তিস্তা নদীকে পুজো দিয়ে অতীতের মহা প্লাবনের হাত থেকে নিজেদের রক্ষা করতে এই উপাসনা। আমরা সেই ধারা কে এগিয়ে নিয়ে যেতেই আজ এই মেচেনি মেলার আয়োজন করেছি।”

অপরদিকে তিস্তা বুড়ির উপাসনা করে এই ঐতিহ্যকে বজায় রেখে চলা এক ভক্ত জানান, “আমাদের দাদু দিদাদের দেখেছি এই সময় ঝড়, প্লাবন থেকে রক্ষা পেতে তিস্তা বুড়ি মাকে পুজো দিতে। আমরাও সেই রীতি মেনেই আজ তিস্তা বুড়ির গান গেয়ে পুজো দিয়ে নদী এবং প্রকৃতিকে শান্ত থাকার প্রার্থণা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *