সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মার্চ’২৪ : কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গত ১৪ মার্চ আচমকা পরিদর্শনে গিয়েছিলেন জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব বিদ্যালয়ে। সেদিন গোটা স্কুল পরিদর্শন করে বিভিন্ন বিষয়ের খামতি দেখে সেসব সমাধান করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এই নিয়ে মঙ্গলবার স্কুলের পরিচালন কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে বিধায়ক তথা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ডাঃ প্রদীপকুমার বর্মা বলেন, বিচারপতির নির্দেশ মেনে স্কুলের সমস্যাগুলি খতিয়ে দেখে দুই সপ্তাহের মধ্যে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। দুই সপ্তাহ পর আবার বৈঠক করা হবে।
