জলপাইগুড়ি: নানা কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরে আজ দুই গুরুত্বপূর্ণ উদ্যোগ অনুষ্ঠিত হলো। ২৪ নম্বর পুর ওয়ার্ড কমিটির উদ্যোগে মিলন মেলার সূচনা এবং হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির।
২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ থেকে শুরু হলো মিলন মেলা। পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাঠে মেলার সূচনা হয় একটি বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও পরিবেশ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি সঙ্ঘমিত্রা ক্লাব ময়দানে মিলন মেলার মূল আয়োজন হবে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা।

হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। গ্রন্থাগার কক্ষে আয়োজিত এই শিবিরে দুজন অভিজ্ঞ চিকিৎসক শতাধিক রোগীকে চিকিৎসা পরিষেবা দেন। বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই প্রথমবার বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গ্রন্থাগারের উদ্যোক্তারা।
শহরবাসী এই দুটি উদ্যোগকেই সাধুবাদ জানিয়েছেন। মিলন মেলা এবং স্বাস্থ্য শিবির উভয়েই জলপাইগুড়ি শহরের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।