বিকাশ সরকার, হলদিবাড়ি : রাজ্যের অনগ্রসর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইকের উপস্থিতিতে দিদির দূত কর্মসূচি ও সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের গড়াল বাড়ি অঞ্চলে। এদিন দলীয় বিভিন্ন পদাধিকারী কর্মীদের উপস্থিতিতে মন্ত্রী নিজে স্বয়ং মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিদির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন বিস্তারিতভাবে খোঁজখবর নেন এবং কারো কোন অভাব অভিযোগ রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখেন।

দলীয় কর্মীদের সাথে মধ্যাহ্নভোজ সহ নৈশভোজ এবং রাত্রি যাপন করেন গড়ালবাড়ি অঞ্চলের সাধারণ মানুষের গৃহে। উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক, আইএনটিটিইউসি সভাপতি রাজেশ লাকরা, মিলন শর্মা, পাপ্পু রহমান, রহমান আলি, শাহজাহান আলম, জিয়ারুল হক, বাদল চন্দ্র বর্মন, জাকির হোসেন, অরূপ সোম, কৃষ্ণা রায় বর্মন, শুভঙ্কর মিত্র সহ অন্যান্য নেতৃত্বরা ।
