রাস উৎসবে এসে গান গাইলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ ডিসেম্বর’২৩ :
রাস উৎসবের অনুষ্ঠানে এসে খালি গলায় গান গাইলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। উল্লেখ্য বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারের পরিচালনায় স্বর্গীয় হীরালাল সরকারের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। যেখানে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সমন্বয়ে বাউল গান।

MP from Jalpaiguri Lok Sabha Constituency came and sang at Ras festival

এদিন পঞ্চম দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের গলায় গান গাইলেন জলপাইগুড়ির সাংসদ। এদিন প্রভাত গ্রন্থাগারের কর্মকর্তারা সাংসদ কে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেন। এদিন জয়ন্ত বাবু বলেন, এখানকার মানুষরা ধর্মপ্রাণ মানুষ তাই এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন। তিনি আরো বলেন, বিগত বছরেও এখানকার রাস উৎসবে তিনি এসেছিলেন তাই এ বছরও এসেছেন। এখানে এসে তার ভীষণ ভালো লেগেছে এবং এখানে এসে সকলের ধর্মপ্রাণ দেখে মনে হয় আমাদের সনাতন ধর্ম এখনো বেঁচে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *