সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রয়াত হলেন বামপন্থী নেতা মৃদুল দে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল 76 বছর। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রাক্তন কেন্দ্রীয় ও বর্তমান রাজ্য কমিটির সদস্য। গতকাল তিনি প্রয়াত হয়েছিলেন কলকাতায় বাসভবনে। আজ তাকে স্মরণ করা হল
জলপাইগুড়ি জেলা সিপিআইএম কার্যালয় সুবোধ সেন ভবনে। প্রয়াত মৃদুল দে কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সিপিআইএম নেতৃবৃন্দ।

মৃদুল দে র প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জিয়াউল আলম, রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, পার্টির জেলা শাখার পক্ষে তাপস ভট্টাচার্য, রতন রায়, সন্তোষ ভৌমিক উপস্থিত ছাত্র যুব সহ অন্যান্য গণ সংগঠনের সকল সদস্যরা। পার্টির রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য জিয়াউল আলম জলপাইগুড়ি জেলার সন্ত্রাসবাদী আন্দোলন সহ বিভিন্ন কঠিন সময় রাজ্য নেতৃত্ব হিসেবে মৃদুল দের অনবদ্য ভূমিকার স্মৃতিচারণ করেন।