সৃঞ্জয় দাশুগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুতে শোকস্তব্ধ নৈহাটির বালিভাড়ার স্কুল পাড়া

বিশ্বজিৎ নাথ : বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের ওরফে প্রীতমের রহস্যমৃত্যু। আজ, মঙ্গলবার সকালে নিউটাউনের শাপুরজির আবাসনের ই-ব্লকের ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই ওঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। যদিও তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয়। সৃঞ্জয় পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। এদিকে প্রীতমের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া স্কুল পাড়ায়। প্রীতমের জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত জানান, আগে মাঝে মধ্যেই এখানে প্রীতম আসতো। অনেকদিন কেটে গিয়েছে ভাইপো বালিভাড়ায় আসে নি।

Naihati's Balibhadra school neighborhood in mourning over the death of Srinjoy Dashugupta alias Pritam

শুনেছিলাম দু’মাস বাদে নাকি ওর বিয়ে হবে। শুনে সবাই খুশি হয়েছিলাম। হঠাৎ সব ওলট পালট হয়ে গেল। টিভির খবরে জানতে পারলাম ভাইপো মারা গিয়েছে। তাঁর বক্তব্য, ভাইপোর মৃত্যের সত্য উদঘাটন হোক। কেউ জড়িত থাকলে শাস্তি পাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *