প্রতিবেশী মেয়ের বিয়েতে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি (ভিডিও সহ)

জলপাইগুড়ি : প্রতিবেশী মেয়ের বিয়েতে এসেছিলেন, বাড়ি ফেরার পথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি। গুরুতর আহত ১২, আশঙ্কাজনক তিন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায় বুধবার রাত ১০.২০ টা নাগাদ। জানা যায় জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানের থেকে হান্টাপাড়া চা বাগানে গিয়েছিল ঐ গাড়িটি।

এদিন সন্ধ্যার পর হান্টা থেকে গাড়িটি জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে আংড়াভাষা ডুডুয়া সেতু এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে ঐ যাত্রীবাহী ম্যাটাডোরটি উল্টে যায়। যে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সেই গাড়িটি এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ, ট্রাফিক গার্ডের কর্মীরা এবং দমকল কর্মীরা।

Neighbor's daughter's car accident on the way home from the wedding

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জীবেশ প্রধান বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সুরজ ওরাও, নন্দিতা মাহালীরা বলেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে জলপাইগুড়ি ভান্ডিগুড়ি বাগানে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *