জলপাইগুড়ি, ২২ মে: জলপাইগুড়ি শহর জুড়ে ধীরে ধীরে দখলদারি বাড়াচ্ছে পার্থেনিয়াম গাছ। অশোকনগর, পান্ডাপাড়া, বউবাজার, করলা নদীর তীর সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে এই ক্ষতিকারক আগাছা। বাতাসে এর রেণু ছড়িয়ে পড়ায় চর্মরোগ, শ্বাসকষ্ট, প্লাজমা অ্যালার্জি-সহ নানা অসুস্থতায় ভুগতে শুরু করেছেন বহু মানুষ। আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, “রোজ সকালে হাঁটতে বেরোলেই চোখ চুলকায়, শ্বাসে সমস্যা হচ্ছে। আমরা নিজেরাও জানতাম না এই গাছ এতটা ক্ষতিকারক।”
চিকিৎসক মহলও জানিয়েছে, পার্থেনিয়াম উদ্ভিদের রেণু দীর্ঘমেয়াদে ত্বক ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে। বিশেষত শিশু, বয়স্ক ও অ্যালার্জিপ্রবণদের জন্য এটি বিপজ্জনক।
এই পরিস্থিতিতে জলপাইগুড়ি পুর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। তাঁদের আবেদন, “সাফাই অভিযান চালিয়ে অবিলম্বে পার্থেনিয়াম গাছ নির্মূল করতে হবে। না হলে শহরবাসীর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।”
প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে জনস্বার্থে দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বলেই মত চিকিৎসক ও পরিবেশবিদদের।