লোকসংস্কৃতির একদিনের সম্মেলন—জলপাইগুড়িতে লোকশিল্পীদের সমাগমে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ

জলপাইগুড়ি, ২০ জুন: লোকশিল্প ও লোকসংস্কৃতির ধারাকে নতুন করে প্রাণ দিতেই শুক্রবার অনুষ্ঠিত হল একদিনের জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রে আয়োজিত এই সম্মেলনের মূল আয়োজক ছিল ‘লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র’। ব্যবস্থাপনায় ছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জলপাইগুড়ি।

রাজ্য সঙ্গীতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা রায় চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ।

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস জানান, “এবারের কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক লোকশিল্পী অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের এই সম্মেলনের মাধ্যমে লোকশিল্পীদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে বিশদে অবহিত করা হয়েছে, যাতে তারা তাদের গানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা পৌঁছে দিতে পারেন।”

সরকারি পরিষেবা এবং প্রকল্প নিয়ে শিল্পীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে লোকসংস্কৃতিকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে মনে করছেন আয়োজকরা। লোকসংস্কৃতি যেন শুধুই বিনোদনের মাধ্যম না হয়ে, হয়ে ওঠে তথ্য পৌঁছে দেওয়ার সেতুবন্ধ—সেই চেষ্টাই আজকের আয়োজনের মাধ্যমে উঠে এল নতুন মাত্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *