জগদ্দল : পহেলগাঁও ঘটনার ১৫ দিনের মাথায় সীমান্তের ওপারে প্রত্যাঘাত ভারতের। মধ্যরাতের নিঃশব্দ আঁধারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। কোডনেম—‘অপারেশন সিঁদুর’। কারণ এই অপারেশন শুধুই নিরাপত্তার কৌশল নয়, এটি এক প্রতীক, পহেলগাঁওয়ে মাথার সিঁদুর মুছে দেওয়া মহিলাদের অপমানের জবাব।
এই প্রসঙ্গে বুধবার জগদ্দলের মজদুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাফ জানিয়ে দিলেন—“এ তো কেবল ট্রেলার, পুরো ছবি এখনও বাকি!”
তিনি বলেন, “কাশ্মীরে আমাদের মা-বোনদের মাথার সিঁদুর মুছে দেওয়া হয়েছিল জঙ্গি হামলায়। আজ মোদীজীর নেতৃত্বে ভারত বুঝিয়ে দিল ভারত চুপ করে নেই। এবার পাঞ্জাব সীমান্তে ঢুকে প্রত্যাঘাত করা হয়েছে। দেশ জানতে পারছে—প্রত্যাঘাত কাকে বলে।”