বাগডোগরায় ওয়েইসি; জাতিগত জনগণনা ও সন্ত্রাসবাদ নিয়ে সরব

শিলিগুড়ি, ৩ মে: বিহার নির্বাচনের প্রচার অভিযান উপলক্ষে উত্তরবঙ্গে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন লোকসভার সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাউদ্দিন ওয়েইসি। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জাতিগত জনগণনার প্রয়োজনীয়তা ও ওয়াকফ আইন নিয়ে বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করেন।

“জাতিগত জনগণনা খুবই জরুরি,”—সরাসরি বার্তায় বলেন ওয়েইসি। তাঁর কথায়, “আমরাই প্রথম এই দাবি তুলেছিলাম। কেন্দ্রকে স্পষ্ট জানাতে হবে, এই জনগণনা কবে শুরু, কবে শেষ এবং কবে বাস্তবায়িত হবে।”

ওয়াকফ আইন নিয়ে চলতে থাকা বিতর্কে বিজেপিকে নিশানা করে বলেন, “এটি একটি সাংবিধানিক বিরোধী আইন। অল ইন্ডিয়া মুসলিম প্রতিরোধ করছে, আমরাও আন্দোলনে সামিল। অশান্তি নয়, সচেতনতা ও সাংবিধানিক অধিকারের লড়াই চলছে।”

পহেলগাঁও হামলা প্রসঙ্গে ওয়েইসির সাফ বক্তব্য, “সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাকিস্তান, এতে সন্দেহ নেই। সমস্ত বিরোধী দল প্রধানমন্ত্রীর পাশে আছে। ভারত সরকার যেন দেরি না করে কড়া সিদ্ধান্ত নেয়।”

বিহারের প্রচারের মাঝেই উত্তরবঙ্গের মাটি থেকে ওয়েইসির এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *