সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জানুয়ারি’২৪ : স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত প্রথম বর্ষের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেললো দৌড়বীরদের মধ্যে।

সোমবার প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জলপাইগুড়ির আসাম মোড় থেকে পিডাব্লিউডি মোড় পর্যন্ত এই ৬.৪ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিতে জলপাইগুড়ি ছাড়াও কলকাতা, ডালখোলা সহ পাহাড়ের প্রতিযোগিরা অংশ নেন।

মোট চুরাশি জন প্রতিযোগীর অংশ গ্রহণের মধ্যে দিয়ে রান ফর জলপাইগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রসঙ্গে হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্বেন্দু মৌলিক জানান,

প্রকাশ ফাউন্ডেশন রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম এমন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে সফল করতে জেলা পুলিস, স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য যারা সহযোগীতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানায় প্রকাশ ফাউন্ডেশন।