নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ মে ২০২২ : পেট্রোল, ডিজেলের দাম সামান্য কমায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। পেট্রলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারে ৬ টাকা শুল্ক ছাড় দিল কেন্দ্রীয় সরকার। ফলে পেট্রোল লিটার প্রতি ৯ টাকা ৫০ পয়সা ও ডিজেলে ৭ টাকা (Petrol-Diesel Price Reduced) কমায় স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি সাধারণ মানুষের মধ্যে।

রবিবার জলপাইগুড়ি শহরের একটি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা শহরের বাসিন্দা সুদীপ চন্দ জানালেন, খুব ভাল হয়েছে। এটা কমানোর দরকার ছিল। দীর্ঘদিন থেকেই এর প্রত্যাশা ছিল। এবার রাজ্য সরকার এ বিষয়ে যদি একটু ভাবনা-চিন্তা করে তাহলে এর দাম আরও কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে শহরের আর এক বাসিন্দা অজিত দাস বলেন, অবশ্যই সুবিধা হল। মাইনে তো আর বাড়েনি। যদি এবার রাজ্য সরকারও ট্যাক্স কমায় তাহলে আরেকটু ভালো হবে এবং পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমবে। দেশকে বাঁচাতে হলে সকলেরই সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

এদিকে কেন্দ্র সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার ও পেট্রল-ডিজেলের দাম দু’বার কমিয়েছে দাবি বিজেপির । কিন্তু রাজ্য সরকার ছাড় দিচ্ছে না, এর প্রতিবাদে রবিবার জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করল বিজেপি। শহরে মিছিল করে থানা মোড়ে প্রতীকী অবরোধের মধ্য দিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী, টাউন ব্লক প্রাক্তন সভাপতি জীবেশ দাস।
জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দন বর্মন বলেন,” অন্য রাজ্যে ছাড় দিলেও আমাদের রাজ্যের তৃণমূল সরকার পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসে ছাড় দিচ্ছে না। এর প্রতিবাদে আন্দোলন।