জলপাইগুড়ি শহরের অদূরেই চিতা বাঘের উপস্থিতি; জখম এক

সংবাদদাতা, জলপাইগুড়ি : চা বাগানে কাজ করার সময় চিতা বাঘের আক্রমন। ঘটনায় জখম হলেন এক চা শ্রমিক। বুধবার এই ঘটনা জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের পাদ্রিকুটির লেবুডাঙ্গা এলাকার। চিতার আক্রমনে আহত গোপাল দাসকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বক্তব্য, গোপাল বাবুর ঘাড়ে এবং কানের পেছনে আঘাত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে লেবু ডাঙ্গা এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনা স্থলে পৌচেছে বন্যপ্রান নিয়ে কাজ করা জলপাইগুড়ির একটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে, এদিন চা বাগানে অন্যান্য দিনের মতো কাজ করছিলেন কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের মধ্যে শঙ্কর দাস জানান, সেই সময় বাগানের নিকাশিনালার কাজ করছিলেন তারা। গোপাল বাবু নালার জঙ্গল সাফাই করে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই সামনে থেকে চিতা আক্রমন করে বসে। আশেপাশে থাকা অন্যান্যরা গোপাল দাসকে হাসপাতালে পাঠান বলে জানান শঙ্কর বাবু।

Presence of leopards near Jalpaiguri town;  Injury is one

এদিকে এই ঘটনার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পারে। চা বাগানে বাঘের খোঁজ করতে স্থানীয়রা লাঠিসোট নিয়ে হাজির হন। খবর দেওয়া হয় বাগান কর্তৃপক্ষ এবং জলপাইগুড়ি বন দপ্তরকে। তবে সেই বাঘের কোন হদিস পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস বলেন, তারা আতঙ্কে আছে। বন দপ্তরকে বলা হয়েছে বাঘ ধরার ব্যবস্থা করার জন্য। এই চা বাগান এলাকায় প্রথমবার চিতা বাঘের উপস্থিতি টের পাওয়া গেলো বলে জানিয়েছেন চা বাগানের ম্যানেজার অশোক চক্রবর্তী।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *