২৫শে বৈশাখে রবিময় জলপাইগুড়ি: শহর জুড়ে কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধা; গান আর কণ্ঠে কণ্ঠে কবিতা

জলপাইগুড়ি, ২৫শে বৈশাখ: কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে রবির আলোয় রঙিন হয়ে উঠল জলপাইগুড়ি। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল প্রভাতফেরি, মাল্যদান, কবিতা পাঠ ও রবীন্দ্রসঙ্গীতের বর্ণাঢ্য আয়োজন। শহরের রাজপথ থেকে রাজবাড়ি দিঘির পাড়, হাকিমপাড়া থেকে কদমতলা—জায়গায় জায়গায় প্রতিধ্বনিত হল রবীন্দ্রনাথের অমর সৃষ্টি।

দিনের শুরুতেই শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রেসকোর্সপাড়া, নতুনপাড়া, মহুরীপাড়া থেকে নানা প্রান্তের মানুষ কাঁধে নিয়েছেন কবিগুরুর স্বপ্ন। সংগীত, কবিতা আর আলোচনায় মুখর হয়েছে কদমতলা মোড়ের প্রাঙ্গণ। সেখানে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজন করে নতুনপাড়ার রবীন্দ্র বীথি।

প্রভাতফেরিতে ছিলেন সাহিত্যিক আনন্দ গোপাল ঘোষ, রানা সরকার, গৌতমেন্দু নন্দী ও চিত্রা পাল। কবিতায় নির্মল ঘোষ ও প্রিয়া রায়, গানে সুজাতা রায়, পার্থ বন্দ্যোপাধ্যায় ও তপন গাঙ্গুলী সকলকে মুগ্ধ করেন। গোটা অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালনায় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন আয়োজক মনিদীপা নন্দী বিশ্বাস।

একইসাথে বিবেকানন্দ যোগা সোসাইটির উদ্যোগে রাজবাড়ি দিঘির পাড়ে অনুষ্ঠিত হয় কবিপ্রণাম অনুষ্ঠান। জলপাইগুড়ি তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত একগুচ্ছ অনুষ্ঠানও হয় জেলা পরিষদ প্রেক্ষাগৃহে।

হাকিমপাড়া পাঠাগার, শ্রী অরবিন্দ পাঠাগার, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ—প্রতিটি প্রতিষ্ঠানই নিজস্ব উদ্যোগে দিনটিকে করে তোলে স্মরণীয়। শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সকাল থেকে রাস্তায় নামেন রবীন্দ্রনাথের ছবি বহন করে, গলায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে।

মহুরীপাড়ার বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব ও ১৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বের হয় প্রভাতফেরি, যার সূচনা হয় সিটিজেন পার্ক থেকে। শহর পরিক্রমা করে ফের সিটিজেন পার্কেই সমাপ্ত হয় অনুষ্ঠান। ওয়ার্ড কমিটির কর্ণধার উত্তম বসুর তত্ত্বাবধানে সফলভাবে শেষ হয় এই আয়োজন।

এ এক অন্যরকম সকাল। শহরজুড়ে ছড়িয়ে পড়ে রবীন্দ্রনাথের কণ্ঠস্বর—কখনও সুরে, কখনও শব্দে। জলপাইগুড়ি যেন কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিল একখণ্ড শান্তিনিকেতন। শতবর্ষ পেরিয়ে আজও কবিগুরু যেভাবে হৃদয়ে গেঁথে আছেন—তাই আজ যেন আবার একবার বুঝিয়ে দিল শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *