বিশ্ব বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চের রবীন্দ্রনাথ ও নজরুল স্মরণ

জলপাইগুড়ি, ১৫ মে ২০২২ : বিশ্ব বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ জেলা জলপাইগুড়ির পরিচালনায় ১৪ই মে শনিবার সন্ধ্যায় স্থানীয় সুভাষ ভবনে নির্মল বসু মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম এর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদিত “কবি প্রণাম” আয়োজিত হয়। এইদিন ভিন বয়েসী সদস্য-সদস্যারা নাচে- গানে, আলোচনা, আলেখ্য কবিতা ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে ভরিয়ে তুলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে “ঐ মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে” সমবেত সঙ্গীতে অংশ নেন নিরুপম ভট্টাচার্য, পুষ্পিতা ভট্টাচার্য, গীতা মুখার্জী, তিলাঞ্জলি ব্যানার্জী, রঞ্জনা সাহা, শৌর্য সাহা তবলা সহযোগিতা করেন তপন গাঙ্গুলী। ছোট ছেলে সুতাতনু সরকার গিটারে রবীন্দ্র গানের সুর বাজিয়ে শোনায়। গানে তমজিত দেবনাথ, অলিভিয়া ঘোষ, অভিনন্দন বোস, ঈশিতা লাহিড়ী, অভিষেক সরকার, আরতি রায়, মঞ্জুরী দাস, আল্পনা সাহা, দীপালি সাহা, রত্না সরকার। নাচে স্বস্তিকা হাজরা, আরাত্রিকা ঘোষ, ঈশানি চক্রবর্তী, টিনা সরকার, প্রিয়াঙ্কা দত্ত, জেসিকা ঘোষ। কবিতায় সবিতা সরকার, পারমিতা কর বিশ্বাস, সঞ্চালি রায়, মাধবী তালুকদার, শিখা বসু পাল, দিপালী সাহা, মৌসুমী সরকার, মনোজ রায়, নির্মল ঘোষ, শেখর কর, জয়া সরকার, মিঠু বোস প্রমুখ। কমল ভট্টাচার্যের লেখা “বিসর্জনের দুটি শূন্য” আত্মপ্রকাশ করেন কবি প্রদীপ দাস। আলোচনায় জ্যোতি প্রসাদ রায়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় সম্পাদিকা মুনমুন ভৌমিক দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *