বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ জুলাই’২৩ : লোকালয়ে রমরমিয়ে বিক্রি হচ্ছে মদ। আর সেই মদ সেবন করে দিনমজুর গৃহকর্তারা বাড়িতে ঢুকে গিন্নিদের ওপর অত্যাচার চালাচ্ছে। শুধু তাই নয়, গ্রামের অল্প বয়সের ছেলেরাও মদ্যপানে বুদ হয়ে পড়ছে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের হানিডাঙ্গা গ্রামের ঘটনা। অভিযোগ, কার্তিক বিশ্বাস নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে নিজের বাড়িতে মদ বিক্রি করছেন। মদ বিক্রি বন্ধের দাবিতে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বৃহস্পতিবার ক্ষোভে একজোট হয়ে মদ ব্যবসায়ী কার্তিক বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। অবিলম্বে মদ বিক্রি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন হানিডাঙ্গা গ্রামের বাসিন্দারা।
