সংবাদদাতা, জলপাইগুড়ি : ড্রাগন ফ্রুটের ছাদ বাগান করে নজির গড়লেন অবসরপ্রাপ্ত সেনা কর্মী মলয় রায়। মলয় বাবুর বাড়ি জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের টুপামারিতে। কোন প্রশিক্ষণ ছাড়াই শখের বসে বাড়ির ছাদে ড্রাগন ফ্রুট চাষের পরিকল্পনা করেন তিনি। ইউটিউব দেখেই ড্রাগন ফ্রুট চাষের ব্যাপার জেনেছেন তিনি।

এর জন্য কেমন মাটি প্রয়োজন, কি সার প্রয়োগ করতে হবে বিস্তারিত জেনে নেন ইউটিউব থেকেই। ২০২১ সালে বাড়ির দোতলার ১১০০ স্কয়ার ফিট ছাদে ২৫০ টি গাছের চারা রোপন করার মাধ্যমে ছাদ বাগান শুরু করেন মলয় বাবু। নদীয়া জেলার চাকদহর পাশাপাশি গোহাটি ও নেপাল থেকেও ড্রাগন ফুডের কাটিং চারা কিনে এনেছেন তিনি।

গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা, জল দেওয়া সবটাই নিজে হাতে করেন তিনি। গাছের বয়স যখন ৮ মাস তখনই তিনি প্রথম ফল পেয়েছেন। পুরনো গাছগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করেছে। এ বিষয়ে মলয় বাবু বলেন, জাম্বো রেড, পিংক রোজ ও মরক্কোণ রেড প্রজাতির ড্রাগন ফুটের চাষ তিনি করছেন।

প্রথমে শখের বসে এর চাষ শুরু করলেও এর কিছু অংশ বিক্রিও তিনি করবেন বলে জানান। যেহেতু অসংখ্য ফল আসছে তাই সে ক্ষেত্রে এগুলো বিক্রি করা যেতেই পারে বলে তার মত। তাছাড়া বর্তমান এর বাজার দরও যথেষ্ট রয়েছে। ছাদ বাগানে এমন অর্থকরী ফলের চাষ অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি জানান।
