জলপাইগুড়ি: শনিবার জলপাইগুড়ি পুরসভার বাজেট নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে পুরসভার প্রতিনিধি, কাউন্সিলর এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী জানান, এটি ছিল রিভাইস বাজেট। প্রতি বছর মার্চ মাসে একটি প্রাথমিক বাজেট পেশ করা হয় এবং ডিসেম্বরের মধ্যে রিভাইস বাজেট তৈরি করা হয়। এবারের বৈঠকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরসভার আয়-ব্যয় ও প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা হয়।

এদিনের বৈঠকে ৭০৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়, যা উত্তরবঙ্গের পুরসভাগুলির মধ্যে সর্ববৃহৎ। শহরের উন্নতির লক্ষ্যে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে, যেমন শহরের বিভিন্ন মোড়ে জলপাইগুড়ির ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে স্মারক ডিসপ্লে স্থাপন। জলপাইগুড়ি পুরসভা ১৪০ বছরে পা দিয়েছে, তাই পুরসভার সোশ্যাল মিডিয়ার উন্নয়ন এবং নতুন ওয়েবসাইট তৈরির কাজও হাতে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুরমাতা পাপিয়া পাল বলেন, গত আট মাসে পুরসভার কী কী কাজ হয়েছে, তা নিয়ে এদিনের বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। বাজেটের প্রতিটি বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।