এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী আরএসএ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ আগস্ট : জলপাইগুড়ি রায়কত পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আরএসএ) আয়োজিত পঞ্চদশ বর্ষ এসআরএমবি চ্যাম্পিয়নশিপ এবং পল্টু মোদক, রজত ঘোষ মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হল আরএসএ। উল্লেখ্য, গত ২০ আগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই ফুটবল প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট আটটি দল এবার অংশগ্রহণ করেছিল।

এই আটটি দলের নাম হল- ইস্টবেঙ্গল ফুটবল স্কুল অফ এক্সিলেন্স (কলকাতা), জয়গাঁ এফসি, কাঞ্চনজঙ্ঘা এফসি এবং কর ব্রাদার্স ইলেভেন। গ্রুপ বি’র চারটি দল হল – বাংলাদেশের সন্তোষ এসএ, প্রতিযোগিতার আয়োজক রায়কত পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন, সাই (জলপাইগুড়ি) এবং এসএসবি (সেন্ট্রাল)।

RSA wins SRMB Championship football competition

রবিবার ২৮ আগস্ট প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় পরস্পরের মুখোমুখি হয় আরএসএ এবং জয়গাঁ এফসি। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এদিন ছিল উপচে পড়া ভিড় ফুটবলপ্রেমী মানুষদের। এই ব্যাপক জমসমাগমের মধ্যেই টানটান উত্তেজনায় শুরু হয় চূড়ান্ত খেলা। এই খেলায় আরএসএ ১-০ গোলে পরাজিত করে জয়গাঁ এফসিকে। বিজয়ী দলের হয়ে ৪৫ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন মার্টিন। আজকের ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আরএসএ’র খেলোয়াড় সুরজ রায় এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরএসএ’র বিশাল বারলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শহরের বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *