পরিবারের তিনজনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বেলঘড়িয়ায়

বিশ্বজিৎ নাথ, কলকাতা : একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ গুহ রোড এলাকায়। এঁরা তিনজনেই স্থানীয় ছায়ানীড় এপার্টমেন্টের একতলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে আবাসন সংলগ্ন একটি পুকুর থেকে পেশায় আর্টিস্ট সজল চৌধুরীর ( ৫৯) মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ফ্ল্যাটে এসে দেখে দিদি ও ভাইয়ের মৃতদেহ বিছানায় লুটিয়ে পড়ে রয়েছে।

Sensation spread in Belgharia after the recovery of the bodies of three members of the family

পুলিশ ও স্থানীয়দের অনুমান, দিদি ও ভাইকে খুন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্নঘাতী হয়েছেন সজল। স্থানীয়দের দাবি, সজলের দিদি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। দিদির চিকিৎসার জন্য তাঁর প্রচুর টাকা ব্যয় হচ্ছিল। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সজলের অনেক ধার-দেনাও হয়েছিল। বসিন্দাদের দাবি, সম্ভবত আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। সমস্ত দিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে বেলঘড়িয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *