জলপাইগুড়ি : জলপাইগুড়ির জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল জলপাইগুড়ি নিউজের উদ্যোগে এবং গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল অনলাইন শারদ সুন্দরী 2024 প্রতিযোগীতা। এই প্রতিযোগিতায় তিনশোর বেশি প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন। গত 3রা অক্টোবর জলপাইগুড়ি শহরের কদমতলার শিক্ষক ভবনের প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জলপাইগুড়ি নিউজের তরফে জলপাইগুড়ি নিউজ রত্ন সন্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক অরুণ কুমার আর নির্মল কুমার ঘোষ এবং জলপাইগুড়ি নিউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক পিনাকী রঞ্জন পাল কে মঞ্চে ডেকে নেওয়া হয়।

এরপর তিলোত্তমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

তারপর শুরু হয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠান। জলপাইগুড়ি নিউজ রত্ন সন্মান 2024 প্রদান করা হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং A.I.M.S EDUCATION এর ডিরেক্টর শতদ্রু রায়কে, শতদ্রু রায় অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায় তার অফিসের লোক সম্মাননা পত্র গ্রহণ করে। অঙ্কুর দাস কে উত্তীরীয় পরিয়ে, “জলপাইগুড়ি নিউজ রত্ন” সন্মান প্রদান করেন জলপাইগুড়ি নিউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক পিনাকী রঞ্জন পাল। শতদ্রু রায়ের সম্মাননা পত্র ও উত্তীরীয় তুলে দেওয়া হয় তার পাঠানো প্রতিনিধির হাতে।

এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস। অঙ্কুরের বক্তব্যের শেষে শুরু হয় শারদ সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান।

প্রথমে পাবলিক চয়েসের টপ 13 প্রতিযোগিদের একে একে মঞ্চে ডেকে নেওয়া হয়। দর্শকদের করতালির মধ্যে একে একে মঞ্চে উঠে আসেন দিয়া বৈদ্য, পূজা দাস, দেবযানী বিশ্বাস, মৌমিতা বড়ুয়া, রুমা সরকার, সঙ্গীতা সিকদার, অদ্রিজা ঘোষ, অনন্যা শর্মা, অর্পিতা বণিক, বকুল দাস, মৌমিতা কুন্ডু, মৌ কর্মকার এবং সঙ্গীতা রায়। পাবলিক চয়েস বিভাগে উইনার হয় সঙ্গীতা রায় 1st রানার্স আপ হয় মৌ কর্মকার এবং 2nd রানার্স আপ হয় মৌমিতা কুন্ডু।

এরপর জাজেস চয়েসের টপ 13 প্রতিযোগিদের একে একে মঞ্চে ডেকে নেওয়া হয়। দর্শকদের করতালির মধ্যে একে একে মঞ্চে উঠে আসেন তনুশ্রী রায়, মেঘা মাণি, পিয়াশা রায়, অদ্রিজা রায়,
শ্ৰেয়সী ভট্টাচার্য, পূজা দাস, দেবাঙ্কিতা লাহিড়ী, অর্পিতা মজুমদার, ঐশিকী রায়, বেদত্রয়ী চাকী, অঙ্কিতা রায়, তৃষাগ্নী রায় ও সহেলি মল্লিক। জাজেস চয়েস বিভাগে উইনার হয় সহেলি মল্লিক, 1st রানার্স আপ হয় তৃষাগ্নী রায় এবং 2nd রানার্স আপ হয় অঙ্কিতা রায়।

দুই বিভাগের প্রথম তিন বিজয়ীদের হাতে স্মারক, শংসা পত্র, ক্রাউন এবং বাকিদের শংসা পত্র ও মেডেল তুলে দেন পিনাকী রঞ্জন পাল, নির্মল কুমার ঘোষ, অরুণ কুমার, অঙ্কুর দাস, অর্ণব সরকার, উদিতা ব্যানার্জী।
এবার সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন সঞ্চালিকা উদিতা ব্যানার্জী।