উদীয়মান শিল্পীদের নিয়ে সূচনা শ্যামনগর উৎসবের


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৪ জানুয়ারি’২৪ : উদীয়মান শিল্পীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হল ১৬ তম শ্যামনগর উৎসব। ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গুড়দহ কল্যাণ সংঘের মাঠে উৎসবের শুভ সূচনায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

এছাড়া হাজির ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সোমনাথ তালুকদার, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর দেব প্রসাদ সরকার, সীমা মন্ডল ও সত্যেন রায়, মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান হারান ঘোষ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মানিক নট্ট প্রমুখ।

Shyamnagar festival kicks off with budding artists

এদিন সাংসদ অর্জুন সিং বলেন, বাম জমানায় ২০০৬ সালে অনেক প্রতিকূলতার মধ্য শ্যামনগর উৎসব শুরু করেছিলেন সোমনাথ তালুকদার। এবারে উৎসবে সাত হাজার শিল্পী অংশ নেবে। এটাই উৎসবের সার্থকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *