সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর : চলতি মাসের ৬ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, রাজ্যের যা অবস্থা তাতে সমবায় ব্যাংকে টাকা রাখা ঠিক হবে না। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলেন, সমবায় ব্যাংকে টাকা রাখার পরিমান কমিয়ে দিতে।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে জানান, ওই সাংসদ এমন মন্তব্য করেছিলেন, কেননা তিনি হয়তো সমবায় ব্যাংকে টাকা না রেখে নিজেদের পার্টি ফান্ডে টাকা রাখার কথা বলেছিলেন। দেশের “ফোর্থ গভর্মেন্ট” হল কো-অপারেটিভ ব্যাংক বলে উল্লেখ করেন সৌরভবাবু। যিনি কো-অপারেটিভ ব্যাংকে টাকা না রাখার কথা বলছেন তার দলেরই স্বরাষ্ট্রমন্ত্রী একটি কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। জলপাইগুড়িবাসীকে কো-অপারেটিভ ব্যাংকের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।