জলপাইগুড়ি : ভাত চাইতেই ধারালো অস্ত্রের কোপ প্রতিবন্ধী ছেলের মাথায় সৎ মায়ের, দ্বীতিয় পক্ষের স্ত্রীর বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের বাবার। এমনই এক হৃদয়বিদারক ঘটনার খবর সামনে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের ঠুটাপাকরিতে। ঘটনা প্রসঙ্গে মারাত্বকভাবে জখম প্রতিবন্ধী যুবকের বাবা নরেশ রায় জানান, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পাঁচ মাস আগে আমি এক সন্তান সহ এক মহিলাকে বিয়ে করি কারণ আমার প্রথম পক্ষের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে এবং দ্বিতীয় বিয়ের সময় ঠিক হয় দুই সন্তানকেই নিজের মতো ভালবাসবে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী।

কিন্তু আজ যখন আমার শিলিগুড়ির কর্মস্থলে খবর যায় যে আমার দ্বিতীয় স্ত্রী ও তার ছেলে দুজনে মিলে আমার প্রথম পক্ষের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে এবং ছেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তখন আমি ছুটে আসি আর ঘটনা শোনার পর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করি। অপরদিকে হাসপাতালের বেডে শুয়ে প্রতিবন্ধী যুবক প্রসেনজিৎ রায় বলে, মার কাছে ভাত চাইতেই মা আর তার ছেলে বাসিলা দিয়ে মাথায় কোপ মারে, গায়ে মারে।