জলপাইগুড়ি : আর জি কর হাসপাতালে দুষ্কৃতী হামলার প্রতিবাদে ধর্মঘটে শামিল এসইউসিআই। শুক্রবার এই ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহরে। এদিন এসইউসিআইয়ের নেতা-কর্মীরা মিছিল করে জলপাইগুড়ি জেলা আদালতে সামনে বিচারকের গাড়ি আটকে দিলে পুলিশ বাধা দেয়।

এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় আন্দোলনকারীদের। ধস্তাধস্তিতে অনেকের জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ। এদিন বেশ কয়েকজন বনধ সমর্থনকারীকে আটক করে পুলিশ। এর তীব্র নিন্দা করেছেন এসইউসিআই নেতা তথা জেলা কমিটির সদস্য জীবন সরকার।