সংবাদদাতা, জলপাইগুড়ি,২৬ আগষ্ট২৩ : ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রচারে শনিবার ধূপগুড়িতে এলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন দুপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ধূপগুড়ি শহরে এবং বাজারে পায়ে হেঁটে মিছিল করে ভোট প্রচার করেন সুজন চক্রবর্তী।

এদিন ভোট প্রচারে সুজন চক্রবর্তী ছাড়াও প্রার্থীর সঙ্গে পায়ে পা মেলান সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নেতা জীবেশ সরকার, রাজ্য নেতা সায়নদীপ মিত্র সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। প্রচার শেষে এদিন সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরে পরিক্রমায় বেরিয়েছি, খুব ভালো মানুষের সাড়া পাচ্ছি।

মানুষ বুঝতে পারছে তাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে। ২০১৬ সালে তৃণমূল এবং ২০২১ সালে বিজেপিকে জিতিয়ে মানুষ ঠকে গেছে। মুখ্যমন্ত্রী গত বিধানসভা ভোটের আগে ধূপগুড়িকে মহকুমা করার কথা বলে গিয়েছিলেন। কোথায় গেল ধুপগুড়ি মহকুমা? কবে হবে? ভোটের আগে কাজি, ভোট ফুরালেই পাজি বলে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। বামফ্রন্টের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও লোকশিল্পী। ছাত্রাবস্থা থেকে রাজনীতি করেন। মানুষ অবশ্যই বামফ্রন্ট প্রার্থীকে জেতাবেন বলে আশাবাদী সুজন চক্রবর্তী।