২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবান্নে সেই হাওয়াই চটি দাবি তাপস রায়ের

বিশ্বজিৎ নাথ, কলকাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবান্নে সেই হাওয়াই চটি। রবিবার শ্যামনগর কাউগাছি ইএসআই মাঠে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আয়োজিত সভা থেকে এমনটাই দাবি করলেন দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি তথা বরানগরের বিধায়ক তাপস রায়। এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে দল নিরঙ্কুর গরিষ্ঠতা পাবে। লোকসভা নির্বাচনে দু-চারটে বাদ দিয়ে সমস্ত আসনে তৃণমূল জয়লাভ করবে। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবান্নে সেই হাওয়াই চটি। অপরদিকে সাংসদ অর্জুন সিং বলেন, জোরজুলুম করে নয়। মানুষের আশীর্বাদ নিয়েই পঞ্চায়েত নির্বাচনে জিততে হবে। আর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, সিপিএম, বিজেপি ও আইএসএফ এক হয়ে লড়াই করবে। এটা সকলকে মাথায় রাখতে হবে। উক্ত সভায় এদিন হাজির ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দমদম-ব্যারাকপুর জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *