শিলিগুড়ি, ৩ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কনভয়ে হামলার অভিযোগের পর রাজ্যের ছাত্র রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তারই প্রতিচ্ছবি দেখা গেল আজ, সোমবার শিলিগুড়িতে।
AIDSO ও বাম ছাত্র সংগঠনগুলির ডাকা কলেজ-বিশ্ববিদ্যালয় বনধের সমর্থনে এদিন সকালে বাঘাযতীন পার্ক এলাকায় পিকেটিং শুরু করে AIDSO’র কর্মী-সমর্থকরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি বাস আটকে বিক্ষোভ দেখানোর সময় সেখানে পৌঁছে যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
প্রথমে তুমুল বচসা, তারপরই শুরু হয় ধস্তাধস্তি ও সংঘর্ষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। AIDSO-র অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালায়। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের দাবি, বনধের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছিল বাম ছাত্র সংগঠনগুলি।
ঘটনার জেরে শিলিগুড়ি কলেজ চত্বর ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।