‘অপারেশন সিন্দুর’-এর প্রত্যাঘাতে জঙ্গি ঘাঁটি ধ্বংস; শিলিগুড়িতে বিজয়োৎসবের জোয়ার

শিলিগুড়ি : উপত্যকায় রক্তাক্ত জঙ্গি হানার জবাবে এবার কড়া প্রত্যাঘাত দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে থাকা অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। যুদ্ধবিমান থেকে নিখুঁত নিশানায় চালানো বোমাবর্ষণে মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায় ওইসব ঘাঁটি। গোটা দেশ জুড়ে এই প্রত্যাঘাতের পর ছড়িয়েছে স্বস্তির নিঃশ্বাস, শুরু হয়েছে বিজয়োৎসব।

জঙ্গি হানার শোক ছাপিয়ে বুধবার সকাল থেকেই শিলিগুড়ির রাস্তায় ফুটে উঠল বিজয়ের রঙ। গোষ্ঠপাল মূর্তির পাদদেশে সাধারণ মানুষ জড়ো হয়ে মেতে উঠলেন ঢাকের বাদ্যি, আতশবাজি আর মিষ্টির মাধ্যমে ‘অকাল দীপাবলি’র আনন্দে। দেশমাতৃকার এই জবাবি পদক্ষেপ উদযাপন করতে শহরের বিভিন্ন মোড়ে সংগঠিত হয় ছোট ছোট সমাবেশ।

হাসমি চকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল। সকলে গর্বের সঙ্গে স্মরণ করেন ভারতীয় বায়ুসেনার বীরত্বগাঁথা।

বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “ভারত এখন আর নীরব দর্শক নয়। আমরা জানি, কখন মাথা নত করতে হয় আর কখন ঘায়েল করতে হয়। ‘অপারেশন সিদূর’ তারই দৃষ্টান্ত।”

এই সফল প্রত্যাঘাত শুধু জবাব নয়, এক নতুন বার্তা—ভারত এখন কেবল প্রতিরক্ষাতেই নয়, প্রত্যাঘাতেও প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *