জলপাইগুড়িতে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ মার্চ’২৪ : চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই ব্লকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতদিন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও সদর হাসপাতালে হাতেগোনা কয়েকটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শয্যা ছিল। অনেক রোগী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শয্যা সঠিক সময়ে পাচ্ছিলেন না বলে দাবি।

The Chief Minister laid the virtual foundation stone of the critical care block in Jalpaiguri

শয্যা না পেয়ে বিপাকে পরতে হয় রোগীর পরিজনদের। দরিদ্র রোগীর পরিবার রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে পারেন না টাকার অভাবে। এই সমস্যা সমাধান হতে চলছে এবার দ্রুত। এ দিন মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলপাইগুড়িতে হতে চলছে একশো শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক। এ দিন ব্লকের কাজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পাশে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক করা হচ্ছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আসিস্টেন্ট সুপার সুরজিৎ সেন বলেন,”একশো শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাশ করলেন মুখ্যমন্ত্রী। এই ব্লক চালু হলে অনেক সুবিধে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *