কলকাতা : ঘর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ালো নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের মাদার ডেয়ারি মোড় এলাকায়। মৃতের নাম আবদুল শেখ ( ৩৯)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। এদিন দুপুরের পর থেকে মৃতের ঘর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা। খবর পেয়ে সন্ধের দিকে নোয়াপাড়া থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
