দুঃস্থ পড়ুয়াদের ঠান্ডা থেকে বাঁচতে সোয়েটার দিলেন চিকিৎসক (ব্দও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ জানুয়ারি’২৪ : সোয়েটার না থাকায় ঠান্ডায় কাবু ছোট ছোট স্কুলপড়ুয়া। তাই ঠান্ডার ভয়ে নিয়মিত স্কুলে আসতে চাইছে না একাংশ পড়ুয়া। খবর পৌঁছয় মেখলিগঞ্জের চিকিৎসক তাপস কুমার দাসের কাছে। তিনি যোগাযোগ করেন জলপাইগুড়ি হাইস্কুল কর্তৃপক্ষের সাথে। জেনে নেন স্কুলের কতজন পড়ুয়া ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানতে পারেন প্রায় ১৪০ জন পড়ুয়া ঠাণ্ডায় খুব কষ্টে আছে।

এরপর তিনি যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংস্থা হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সঙ্গে। তারপর নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রদের মাঝে হাজির হয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে তিনি সোয়েটার ও চকলেট তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই উন্মাদনা ছিল স্কুল প্রাঙ্গণে।

The doctor gave sweaters to the poor students to save them from the cold

ডাঃ তাপস কুমার দাস বলেন, দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো বই। তাই ছাত্রদের ভালো করে লেখাপড়া করার উৎসাহ দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *