শ্রাবণ মাস মল মাস হলেও জল্পেশ মন্দির খোলা থাকবে, গুজবে কান না দেওয়ার বার্তা পুরোহিতদের

সংবাদদাতা, জলপাইগুড়ি , ১৬ জুলাই’২৩ : ঋতু চক্রের ঘূর্ণায়মান চক্রে এবার শ্রাবণ মাস মল মাস বলে বিবেচিত। আর যার ফলেই গুজব রটেছে যে এই মাসে জল্পেশ মন্দিরে বাবার মাথায় ঢালা যাবে না জল। অনেকেই বলছেন বন্ধ থাকবে মন্দির। তবে এই কথা যে গুজব তা স্পষ্ট করলেন জল্পেশ মন্দিরের পুরোহিতরা।

জল্পেশ মন্দিরের পুরোহিত সমরেন্দ্র নাথ ভট্টাচার্য বলেন, এ বছর শ্রাবণ মাসের যে যোগ পড়েছে সেটা ১৩০ বছর পর এই বিশেষ যোগ পড়েছে। এই শ্রাবণ মাসে যারা বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন তার প্রতি বাবার বিশেষ কৃপা দৃষ্টি পড়বে। কোন মাসে দুটি পূর্ণিমা বা দুটি অমাবস্যা পড়লে সেই মাসকে মল মাস ধরা হয়। সেক্ষেত্রে বাড়ির কোন ব্রত বা বিভিন্ন শুভ অনুষ্ঠান বিশেষ করে বিবাহ, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠান করা যায় না।

তবে জল্পেশ মন্দিরে কোনো সমস্যা হয় না। শ্রাবণ মাস মল মাস থাকলেও মন্দির খোলা থাকবে। ভক্তরা আসবেন এবং পুজো দিতে পারবেন। তিনি আরো বলেন, শুধু রবিবার বা সোমবার নয়। যেদিনই আপনি শিবের মাথায় ভক্তিভরে জল ঢালবেন বাবার একই কৃপা পাবেন। তাই ভিড় এড়াতে চাইলে অন্য দিন ভক্তদের মন্দিরে আসার আহ্বান জানান তিনি।

জল্পেশ মন্দিরের পুরোহিত গোপাল ভট্টাচার্য বলেন, মল মাসের সাথে বাবার মাথায় জল ঢালার কোন সম্পর্ক নেই। এটা গুজব। গুজবে কান দেবেন না।

The Jalpesh temple will remain open even though the month of Shravan is the month of Mala

সোমবার থেকে শুরু হতে যাচ্ছে জল্পেশের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। উত্তরবঙ্গের প্রাচীন শৈব তীর্থ জল্পেশের শ্রাবণী মেলা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে এই মেলা ও স্নান উপলক্ষে রবিবার থেকেই শুরু হলো বিভিন্ন শিব ভক্তদের জন্য শিব ঠাকুরের ছবি দেওয়া পোশাক। পাওয়া যাচ্ছে গেঞ্জি, প্যান্ট, মেয়েদের কুর্তি ইত্যাদি। যা কিনতে আজ থেকে রীতিমত ভিড় জলপাইগুড়ি শহরের বিভিন্ন জামাকাপড়ের দোকানগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *