সংবাদদাতা, জলপাইগুড়ি : ময়নাগুড়ি ২ নং ব্লকে ভুয়ো প্রার্থী ঘোষণা নিয়ে দলীয় অসন্তোষ দলীয় নেতাকর্মীদের। ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূলের সভাপতি শিব শঙ্কর দত্ত পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মঙ্গলবার। এই তালিকাকে ঘিরেই ব্যাপক বিক্ষোভ দেখালো দলের কর্মী সমর্থকরা। শিব শঙ্কর দত্তের লিস্ট নিয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের ক্রান্তির বাড়িতে গিয়ে মঙ্গলবার রাতে বিক্ষোভ দেখালেন দলের কর্মী সমর্থকরা।

তাদের দাবি মনগড়া এককভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই লিস্ট জেলা তৃণমূল অনুমোদিত নয়। দলের জেলা সভাপতি বিক্ষোভকারী কর্মীদের জানান এখনও পর্যন্ত লিস্ট প্রকাশ হয়নি। তাই শিব শঙ্কর দত্ত কি লিস্ট প্রকাশ করেছে তা তার জানা নেই। আর জেলা তৃণমূল থেকে যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্ট পরিবর্তন করা যাবে না। যদি কেউ হাসপাতালে ভর্তি থাকে বা কেউ স্বেচ্ছায় দাঁড়াতে না চান তবেই তার নাম পরিবর্তন হবে। দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নিতে হবে।