সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি নিউজে প্রকাশিত সংবাদের জেরে নতুন ওয়াকার পেল বিশেষ চাহিদা সম্পন্ন মাছ বিক্রেতা কৃষ্ণ নন্দী। গতকালই আমাদের চ্যানেলের মাধ্যমে সহৃদয় ব্যক্তি বা সংগঠনের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন একটি ওয়াকারের জন্য। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটিতে মাছ বিক্রি করেন কৃষ্ণ বাবু। গত প্রায় পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার কোমরের একটি বিশেষ অংশ ভেঙে গিয়েছিল। তারপর থেকে ওয়াকারের সাহায্যেই চলাফেরা করেন তিনি। এভাবেই মাছ বিক্রি করে অতি কষ্টে সংসার চালাচ্ছিলেন কৃষ্ণ বাবু। কিন্তু তার পুরোনো ওয়াকারটি অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, ঝালাই করে কাজ চালাচ্ছিলেন সেটা দিয়েই। কিন্তু যে কোন মুহূর্তে সেটা ভেঙে গিয়ে বড় বিপদ ডেকে আনতে পারতো।

কৃষ্ণ বাবুর কথায় তিনি একটি নতুন ওয়াকারের জন্য অনেকের দারস্থ হয়েছিলেন, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসে নি। গতকাল আমাদের চ্যানেলে এই খবরটি প্রকাশিত হওয়ার পরেই কৃষ্ণ বাবুর কাতর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ি। আজ সকালেই গ্রীন জলপাইগুড়ির সদস্যরা সেই বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের কাছে এসে তার হাতে একটি নতুন ওয়াকার তুলে দেন। গ্রীন জলপাইগুড়ির এই উদ্যোগে খুশি প্রকাশ করেছেন কৃষ্ণ নন্দী। তিনি গ্রীন জলপাইগুড়িকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন ওয়াকার পেয়ে তার অনেক উপকার হল।

অন্যদিকে গ্রীন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, গতকাল তারা খবরে কৃষ্ণ বাবুর বিষয়টি জানতে পারেন এবং আজ সকালেই তার হাতে একটি নতুন ওয়াকার তুলে দেন। সেইসাথে পরবর্তীতেও তারা কৃষ্ণ বাবুর পাশে থাকার আশ্বাস দেন।