সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ আগস্ট : এক এসএসবি জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে । মৃত জওয়ানের নাম সুরেন থাপা (৩৮)। সোমবার সুরেনকে তার কোয়ার্টার থেকেই উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। উল্লেখ্য তিনি এসএসবি’র সেক্টর হেড কোয়ার্টার পাঙ্গাতে হেড কনষ্টেবল হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত হয় সুরেনের। মৃত জওয়ানের বাড়ি দার্জিলিং জেলায় বলে জানা গেছে। মঙ্গলবার এসএসবি’র জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি পরিক্ষিত বেহেরা জানান সেক্টর হেড কোয়ার্টার থেকে জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্যই সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারন জানা যাবে।
