নিউজ ডেস্ক : বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আকাশে ছড়িয়েছে স্নিগ্ধ মেঘের চাদর। ঠান্ডা হাওয়ার পরশে দিনের শুরুটা ছিল মন জুড়ানো। তবে যত সময় গড়িয়েছে, ততই প্রকৃতির মেজাজ বদলাতে শুরু করেছে। মেঘের গর্জনে কেঁপে উঠেছে পাহাড়-সমতল, এরপরই নেমে আসে স্বস্তির বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল। সঙ্গে চলবে দমকা ঝোড়ো হাওয়া, গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য উত্তরবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তবে শুধু উত্তরেই নয়, দক্ষিণবঙ্গের আকাশেও জমছে অশান্তির ঘনঘটা। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। শনি ও রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।
অতএব, ছাতা-রেইনকোট হাতে রাখাই এখন বুদ্ধিমানের কাজ! উত্তর থেকে দক্ষিণ—প্রকৃতির মুডে রয়েছে ঝড়-বৃষ্টির ছোঁয়া।