বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার কাজ চলছে জলপাইগুড়ি পুরসভায় – বিজেপি (ভিডিও সহ)

The work of embezzling money for various projects is going on in Jalpaiguri Municipality - BJP

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর’২৩ : হাউজিং ফর অল প্রকল্প নিয়ে বিজেপির তোপ – জলপাইগুড়ি পুরসভা অচল হয়ে গেছে। পুরসভায় এখন ফান্ড ডাইভার্ট করার কাজ চলছে। বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার কাজ চলছে।

এ নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, হাউজিং ফর অল প্রকল্পের ৪ কোটি টাকা পুরসভায় এসে পড়ে আছে। অথচ সেই টাকা আটকে রেখেছে পুরসভা। মানুষ কষ্টে আছেন। সে বিষয়ে ভূক্ষেপ নেই পুরসভার। সারা রাজ্য জুড়ে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি রয়েছে তেমনি জলপাইগুড়ি পুরসভাও এর মধ্যে রয়েছে। কারো নাম উল্লেখ না করলেও শ্যাম প্রসাদ বাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরও হাউজিং ফর অল প্রকল্প নিয়ে পুরসভার ভূমিকায় খুশি নন। এই চার কোটি টাকা কোথায় যাচ্ছে? পুরসভায় যিনি এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বলে জানান বিজেপির জেলা সম্পাদক।

এ বিষয়ে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এক উপভোক্তা ভগিরথ বৈরাগী বলেন, ২০১৬-১৭ সালে আমি ঘর পেয়েছি। শেষ কিস্তির টাকা এখনও বাকি। বারবার পুরসভায় টাকার জন্য গেলেও বলা হয়েছে টাকা আসেনি।

অন‍্যদিকে এই বিষয়ে হাউজিং ফর অল প্রকল্পের দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডলের প্রতিক্রিয়া, পুজোর আগেই এই প্রকল্পের টাকা এসেছে। তবে উপভোক্তার অনুপাতে ফান্ড কম এলে অনেকটা সমস্যা হয়। বিজেপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা গঠনমূলক সমালোচনা করবেন এটাই কাম্য। উপভোক্তাদের প্রাপ্য টাকা দেওয়ার কাজ চলছে বলে তিনি জানান।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী বলেন, এই প্রকল্পের ৪ কোটি টাকা পুরসভায় এসেছে। সব কিছু খতিয়ে দেখে দ্রুত তা দেওয়ার কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *